শুভেন্দু ঘনিষ্ট বিজেপি নেতা আক্রান্ত , গাড়ি ভাঙচুর , গুলি : চিকিৎসাধীন নেতা

13th February 2021 11:06 pm রাজ‍্য
শুভেন্দু ঘনিষ্ট বিজেপি নেতা আক্রান্ত , গাড়ি ভাঙচুর , গুলি : চিকিৎসাধীন নেতা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : বসিরহাটের দলীয় কর্মসূচী থেকে কলকাতা ফেরার পথে বাসন্তী হাইওয়ের উপর আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বিজেপি নেতা কামাল গাজী ওরফে বাবু মাষ্টার । ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা মিনাখাঁয় । বাবু মাষ্টারের গাড়িতে এলোপাথাড়ী হামলা , ভাঙচুর এবং একাধিক বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা । এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ । রক্তাক্ত হয়ে পড়েন বাবু মাষ্টার । লাউগাছি পুলিশ ফাঁড়ির কাছেই এই হামলার ঘটনা ঘটে । গাড়ির সামনের অংশ ভেঙে চুরে যায় । ওই অবস্থাতেই গাড়ি চালক অত‍্যন্ত তৎপরতায় গাড়িটি চালিয়ে পুলিশ ফাঁড়িতে চলে আসেন । পুলিশের সাহায্যে রক্তাক্ত অবস্থায় বাবু মাষ্টারকে চিকিৎসার জন‍্য কলকাতায় পাঠানো হয় । বর্তমানে অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন এই তৃণমূল নেতা । পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকরা । বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । এমনকি একাংশ পুলিশ ও যুক্ত বলে অভিযোগ উঠছে । যেভাবে হামলা চালানো হয়েছে তা পূর্ব পরিকল্পিত বলেই দাবী বিজেপি নেতাদের । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । বিজেপি নেতা মন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন , এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই । আদি বিজেপি ও নব‍্য বিজেপির লড়াই এ এই ঘটনা ঘটেছে বলে দাবী তাঁর । ঘটনার পরেই মিনাখাঁ য় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । লাউগাছি ফাঁড়ির কাছে স্পিড ব্রেকার থাকায় গাড়ির গতি কম করতেই দুষ্কৃতীরা গাড়ি ঘিরে হামলা চালায় বলে অভিযোগ । গত ১৮ ই ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাষ্টার । দলীয় কাজ করার জন‍্য ই তিনি এলাকায় কলকাতা থেকে আসা যাওয়া করতেন । সেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে ।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।